বিএনপি-জামাতের হরতাল অবরোধের প্রতিবাদে আ.লীগের অবস্থান কর্মসূচি
বিএনপি-জামাতের হরতাল অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্বাচল শেখ হাসিনা সরণি গাজী মার্কেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলীর নেতৃত্বে এ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ,সাধারণ সম্পাদক আব্দুল সালাম,সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জিলানী ভান্ডারী, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসয়ম উপস্থিত ছিলেন।