আর্কাইভ থেকে বাংলাদেশ

সংক্রমণ বৃদ্ধির হার আশঙ্কাজনক, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

করোনা সংক্রমণ আবারো আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জনসমাগম এড়ানো, মাস্ক ব্যবহার নিশ্চিত করা ও টিকা নিতে সারাদেশে প্রশাসনিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

এসময় তিনি জানান, জুন মাসের আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে ১ কোটি নয় লাখ ভ্যাকসিন বাংলাদেশে আসবে। এ মাসে ভারত থেকে যথারীতি টিকা আসবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের হার ২.২-এ নেমে গেছিল। কিন্তু গতকালও প্রায় ৬-এর কাছে চলে গেছে। কাজেই এটা আশঙ্কাজনক। আমরা জেলা পর্যায়ে চিঠি দিয়েছি, যেখানে জনসমাগম বেশি হচ্ছে সে অনুষ্ঠানগুলোকে যেন সীমিত করে, এবং পারলে সে অনুষ্ঠানগুলো যাতে স্থগিত করে। 

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন