দুর্বৃত্তের চাপাতির আঘাতে প্রাণ গেলো যুবকের
নরসিংদিতে দুর্বৃত্তের চাপাতির আঘাতে আলআমিন (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ইব্রাহিম মিয়ার ছেলে।
রোববার (৩ ডিসেম্বর) দিনগত রাতে শহরের বানিয়াছল বিলপাড় এলাকার রাস্তায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বিলপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন আলআমিন। এ সময় কিছু লোক ধারালো অস্ত্র নিয়ে তাকে আঘাত করতে থাকে। তার চিৎকারে আশাপাশের লোক এসে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আবুল কাশেম ভূইয়া জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।