টি-টেন লিগ না খেলেও পুরস্কারের মঞ্চে সাকিব
বিশ্বকাপ চলাকালে আঙুলের চোট পান সাকিব আল হাসান। যার কারণে খেলছে না নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। এমনকি টাইগারদের নিউজিল্যান্ড সফরের দলেও নেই বিশ্বসেরা অলরাউন্ডার।
আবু ধাবিতে চলমান টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু ইনজুরির কারণে সেটিও হচ্ছে টাইগারদের নিয়মিত অধিনায়কের। তবে দলের সঙ্গে ফটোশ্যুটে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কিছু কার্যক্রমে অংশ নিতে দুবাই গেছেন তিনি।
আর সেখানেই রোববার ডেভিড মিলারকে পাওয়ার হিটার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের মতো টি-টেন লিগে বাংলা টাইগার্সের খেলোয়াড় মিলারও। ২৪ বলে চার চার ও তিন ছক্কায় ৫০ রান করে টাইগার্সের জয়ে বড় ভূমিকা রাখায় ম্যাচসেরাও হয়েছেন তিনি।