সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা
প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মেয়েদের বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষের জালে দুই হালি গোল দিয়ে জয় উৎসবে ভালসো সাবিনা-তহুরারা।
সোমবার (৪ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।দলের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা। এছাড়া সাবিনা খাতুন, সানজিদা আক্তার, সুমাইয়া মাৎসুশিমা ও শামসুন্নাহার জুনিয়র একটি করে গোল করেন।
গেলো বছর সেপ্টেম্বরে সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর এ বছর জুলাইয়ে ঘরের মাঠে নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ ড্র করে বাংলাদেশের মেয়েরা। সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান গেমসে জাপান ও ভিয়েতনামের কাছে হার, নেপালের সঙ্গে আবার ড্র। বছরের শেষে এসে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।