শ্রম আইনে সংশোধনী, জানানো হবে যুক্তরাষ্ট্রকে : বাণিজ্যসচিব
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও শ্রম আইনে যে সংশোধনী আনা হয়েছে, তা যুক্তরাষ্ট্রকে জানানো হবে। যুক্তরাষ্ট্র চাচ্ছে, সব দেশের শ্রম পরিস্থিতির আরও উন্নত করতে। বললেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
তপন কান্তি ঘোষ বলেন, সম্প্রতি বাংলাদেশের শ্রম আইন সংশোধন করা হয়েছে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন-২০১০'এও সংশোধনী আনা হয়েছে। সংশোধনী আনার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল। তাদের চাওয়াগুলো পূরণ করার জন্যই এসব সংস্কার এনেছিলাম।
বাণিজ্যসচিব আরও বলেন, গেলো ১০ বছরে আমরা অনেক সংস্কার এনেছি। এক্ষেত্রে শ্রম আইনে ৩ বার সংস্কার আনা হয়েছে। এছাড়া ৪ বার ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী শ্রম পরিস্থিতি আরও উন্নত করতে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের থ্রি প্লাস ফাইভ অর্থাৎ, ৫ জন রাষ্ট্রদূত ও ৩ জন সচিব মিলে যে একটি প্ল্যাটফর্ম আছে, সেই বৈঠক এই মাসে করার কথা। সেখানে অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।
কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রকে লিখিত ভাবে শ্রম ও বেপজা আইনের সংশোধনী আনার কথা জানানো হবে।