আসন বণ্টন না করেই শেষ বৈঠক, অপেক্ষায় শরিকরা
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে ১৪ দলের শরিকদের নিয়ে বৈঠকে বসেন প্রদানমন্ত্রী শেথ হাসিনা। তবে বৈঠকে আসন বণ্টন ছাড়াই শেষ হয়। বৈঠকটি দীর্ঘ হওয়ায় সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্তে আসতে আগামী দুই-একদিন অপেক্ষা করতে হবে শরিক দলগুলোকে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর গণভবনে বৈঠক শুরু হয়। রাত ১০টা পর্যন্ত বৈঠক শেষ হয়নি। ফলে জোটের শরিকদের কতটি আসনে ছাড় দেয়া হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
বৈঠক শেষে ১৪ দলের নেতারা জানান, ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর ওপর আসন বণ্টনের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে তিনি বিষয়টি চূড়ান্ত করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল, ১৪ দলের বৈঠকের বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি কার্যালয়ে ব্রিফ করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলটির দপ্তর থেকে বলা হয়, বৈঠক শেষ না হওয়ায় এখন ব্রিফ করা হবে না।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় একইস্থানে ব্রিফ করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জোট শরিকদের আসন বণ্টন করতে এ বৈঠকের আয়োজন করা হয়। এর আগে, শরিকদের একটি ও বিরোধীদলের একটি আসন খালি রেখে ২৯৮ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু ১৪ দলের অন্য শরিক বা মহাজোট শরিকদের আসন বণ্টন করেনি ক্ষমতাসীন দল।