আর্কাইভ থেকে বাংলাদেশ

লিবিয়ায় ট্রলার ডুবি: ৩৫ জনের মৃত্যু

ভূমধ্যসাগরের আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ট্রলার ডুবে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা করছে সংশ্লিষ্টরা। 

গেলো শনিবার (১৬ এপ্রিল) জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইএমও) এক টুইটে এ তথ্য জানিয়েছে। সূত্র: আলজাজিরা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ট্রলারটি পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার সমুদ্র উপকূলে ডুবে গেছে। ট্রলারটিতে থাকা অধিকাংশ ব্যক্তিরা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। 

উল্লেখ্য, আফ্রিকা থেকে লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারীদের জন্য লিবিয়ার সাবরাথা শহরটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। 

আইওএম জানিয়েছে, তারা সমুদ্র থেকে ছয়জনের লাশ উদ্ধার করেছে এবং আরও ২৯ জন নিখোঁজ রয়েছেন। 

সংস্থাটি জানিয়েছে, তাদের ধারণা নিখোঁজদের সবাই এরই মধ্যে মারা গেছেন। 

আইএমও আরও জানিয়েছে, শুক্রবার কাঠের তৈরি ওই ট্রলারটি ঠিক কী কারণে ডুবে গিয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও বলেছে, এই অঞ্চলে অভিবাসীদের আরও মৃত্যু ও দুর্ভোগ বন্ধ করতে জরুরি ভিত্তিতে অনুসন্ধান প্রয়োজন এবং দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং একটি নিরাপদ অবতরণ ব্যবস্থা নিশ্চিতকরণ জরুরিভাবে প্রয়োজন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন