আর্কাইভ থেকে দেশজুড়ে

আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি

আদালতে লিখিত ব্যাখ্যা দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে তার ব্যাখ্যা উপস্থাপন করা হয়।

এর আগে গেলো ২ ডিসেম্বর পাবনার চাটমোহরে এক পথসভায় ‘পাবনা-৩ আসনে মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম’ এমন বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি সবুজ।

৩ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসে আদালতের। পরে স্ব-প্রণোদিত হয়ে ‘নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না’ তা জানতে চেয়ে তলব করে নোটিশ দেন আদালত।

পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্য, যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম গতকাল সোমবার সকালে তলবের নোটিশ দেয়া হয়

আজ মিজানুর রহমান সবুজকে স্ব-শরীরে অথবা তার প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিলের নিদেশ দেয়া হয়।

আদালত সুত্র জানায়, ছাত্রলীগ সভাপতির ব্যাখ্যা পাওয়া গেছে। সেটি নিবাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন