ব্যাটিং অনুশীলন করতে গিয়ে চোট পেলেন স্পিনার নাঈম
ব্যাটিং অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন টেস্ট দলের অফ স্পিনার নাঈম হাসান। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাট করতে গিয়ে ডান হাতের তর্জনীতে বল লাগে তার।
এরপর নেট থেকে বেরিয়ে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নেন। এ সময় নাঈমের আঙুল দিয়ে রক্তও বের হয়। এরপর আর অনুশীলন করতে দেখা যায়নি তাকে।
তবে তার চোট কতোটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে কিছু জানা যায়নি।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৪ ওভার বল করে ৭৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন নাঈম। দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন তিনি।