ব্রাজিলিয়ানের গোলে সেমিফাইনালে বসুন্ধরা
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে খেলায় উত্তেজনা এনেছিল বাংলাদেশ সেনাবাহিনী। তবে শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের সাথে টিকতে পারেনি। স্বাধীনতা কাপের চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস।
মঙ্গলবার নিজেদের ঘরের মাঠ কিংস অ্যারেনায় ৩৯ মিনিটে ববুরবেক ইয়ুলদাশভের গোলে লিড নেয় কিংস। তবে ৬১ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাচে ফেরান শাহরিয়ার ইমন।
বসুন্ধরা কিংস প্রচণ্ড চাপ সৃষ্টি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ৭৬ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলটনের গোলে স্বস্তি ফেরে কিংস শিবিরে।
১৫ ডিসেম্বর আবাহনীর বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বসুন্ধরা কিংস।