মনোনয়ন ফিরে পেতে দ্বিতীয় দিনের আপিল কার্যক্রম চলছে
নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের আপিল কার্যক্রম শুরু হচ্ছে আজ। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় আপিল শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন কারণে বাদ পড়া প্রার্থীরাই করছেন এ আবেদন।
এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) কমপক্ষে ৪২ জন প্রার্থী আবেদন করেছেন।
যেসব ক্ষেত্রে স্বাক্ষর কিংবা অন্য ছোটখাটো সমস্যা রয়েছে তা সমাধান করে প্রার্থীরা আপিল করেছেন। এছাড়া, ঋণ খেলাপিদের অর্থ পরিশোধে ব্যাংকের প্রমাণ দেয়া সাপেক্ষে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।
৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। তাই মনোনয়নে বৈধতা পেতে তারা ভিড় করছেন কমিশনে। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র।