‘সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার’
সৌদি আরব বাংলাদেশের বন্ধুপ্রতীম এবং একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের জনগণের প্রতি তাদের রয়েছে গভীর শ্রদ্ধা ও আস্থা। আমরা সৌদি আরবকে সবসময় কাছাকাছি পেয়েছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’ পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) ও রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের (আরএসজিটিআই) মধ্যে কনসেশন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সৌদি বিনিয়োগ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের রয়েছে গভীর শ্রদ্ধা ও আস্থা।
প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক বাণিজ্যে বড় ভূমিকা রাখবে চট্টগ্রাম। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বাংলাদেশের বাতিঘর। এই চুক্তিতে পতেঙ্গা টার্মিনাল ভবিষ্যতে জাতীয় অর্থনীতিতে সহায়ক চালিকা শক্তি হয়ে উঠবে।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এ নিয়ে ২২টি চুক্তি সই হয়।