ফুলবাড়ীতে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন হাজার ৭২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে সার ও উফশি জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্বরে কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
এ সময়ে তিনি ‘কৃষি প্রনোদনা কর্মসূচি’ ২০২৩/২৪ এর আওতায় তিন হাজার ৭২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২০ কেজি সার ও ৫ কেজি উফশি জাতের ধান বীজ বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুললতিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াছমিন ও কৃষিসম্প্রসারণ কর্মকর্তা সঙ্গীতা রানী রায়।