আর্কাইভ থেকে বাংলাদেশ

১৩ জুট মিল ইজারা নিতে ৫৩ প্রস্তাব : বস্ত্র ও পাটমন্ত্রী

দেশের ১৩ জুট মিল ইজারা নিতে ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ৫৩টি প্রস্তাব পাওয়া গেছে। বললেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

আজ সোমবার (১৮ এপ্রিল) নরসিংদীর পলাশে বাংলাদেশ জুট মিলস লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে দুটি জুট মিল ভাড়াভিত্তিক ইজারা দেয়া সম্ভব হয়েছে। দুটি জুট মিলের লিজ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও ১৩টি মিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের থেকে ৫৩টি প্রস্তাব পাওয়া গেছে।

তিনি বলেন, প্রস্তাব মূল্যায়ন কমিটি মূল্যায়ন করে প্রতিবেদন বিজেএমসিতে জমা দিয়েছে। বিজেএমসি মূল্যায়ন করা প্রতিষ্ঠানগুলোকে আরএফপি দেয়ার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

গোলাম দস্তগীর বলেন, আরও কয়েকটি মিল ভাড়াভিত্তিক লিজ দেয়া সম্ভব হলে নতুন করে অনেকের 

এ সম্পর্কিত আরও পড়ুন