মিগজাউমের বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে মধ্যরাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মানিকগঞ্জে। এর প্রভাবে জেলার সরিষা ও আগাম ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকেরা।বৃষ্টির কারণে খেটে খাওয়া শ্রমিকরা কাজে বের হতে পারেনি।
আজ ৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে স্থানীয় কৃষকরা জানান, সরিষার জমিগুলোতে বৃষ্টি ও বাতাসের কারণে গাছ নুয়ে পড়েছে। ফুল ও ফল নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে সরিষা ফুলকে কেন্দ্র করে মধুচাষেও পড়েছে বিপর্যয়। তারাও ক্ষতির আশঙ্কা করছেন।
কৃষক রাহেলা বানু জানান, তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছিলেন তিনি।গাছে ফুলও এসেছিল। রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় সকালেই সব জমির গাছ নুয়ে পড়েছে। ভালো ফল না পেলে ঋণ পরিশোধ করা অনেক কষ্টকর হবে।
উল্লেখ্য, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেয়া তথ্য মতে, মানিকগঞ্জ জেলায় ৩৭ হাজার ১৩২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে ৫০০ হেক্টর জমিতে সরিষার আগাম চাষ করেছেন কৃষকরা। সরিষা চাষকে কেন্দ্র করে প্রায় ৩০০ মৌ খামারি মধু চাষ নিয়ে বিপাকে পড়েছেন।