আর্কাইভ থেকে আওয়ামী লীগ

কাদের মির্জার বিরুদ্ধে হত্যা মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভায় সোমবারের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামে এক সিএনজিচালকের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে নিহত আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন।

মামলায় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়। এছাড়াও কাদের মির্জার ছোটভাই শাহাদাত হোসেন, ছেলে মির্জা মাশরুর কাদের তাসিকসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরও ৩০-৪০ জন এ মামলার আসামি।

মামলার বিবরণীতে বলা হয়েছে- আসামি কাদের মির্জার নেতৃত্বে সব আসামি পূর্বপরিকল্পিতভাবে পিস্তল, শটগান, পাইপগান, রামদা, লোহার রড, ককটেলসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৫০-৬০টি ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রতিবাদ সভায় হামলা চালায়। ৪ নম্বর আসামি নাজিম উদ্দিন বাদল আলাউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। 

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি।

এর আগে স্থানীয় আওয়ামী লীগ বিবদমান কাদের মির্জা ও বাদল সমর্থিত দুই গ্রুপের দফায় দফায় হামলা সংঘর্ষে সাংবাদিকসহ দুই জন নিহত হওয়ায় পর দোষীদের ছাড় না দিতে নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে (৫০) গ্রেপ্তারের কথা জানিয়েছেন পুলিশ সুপার আলমগীর হোসেন।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে সাদা পোশাকে একদল পুলিশ বাদলকে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন