বাসের চাপায় মিশে গেলো বিসিএস ক্যাডারের স্বপ্ন!
ঢাকার ধামরাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪১তম শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ সহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালের দিকে ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে ধামরাই থানা স্ট্যান্ডের ঢাকা-আরিচা মহাসড়কের নিরবিচ্ছিন্নভাবে চলাচলের লেনে কর্মস্থলে যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন। এ সময় ঢাকাগামী সেলফি পরিবহনের দু’টি বাস নিজেদের মধ্যে ওভারটেক করতে গিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং একজন আহত হন।
নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে মো. রুবেল পারভেজ এবং মানিকগঞ্জের শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মো.আব্দুল মান্নান। নিহত রুবেল পারভেজ ৪১ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন। আহত হয়েছেন মো. আক্তারুজ্জামান।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ আবুল হাসান জানান, ঘটনার পরপরই বাসের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সেলফি পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।