নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিলে ইসিতে গেলেন এ কে আজাদ
এবার ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী শামীম হকের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) গেলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। এর আগে গেলো মঙ্গলবার (৫ ডিসেম্বর) দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থীতা বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন এই স্বতন্ত্র প্রার্থী।
শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এ কে আজাদের আইনজীবী মোঃ গোলাম কিবরিয়া।
তিনি জানান, নৌকার প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক। শামীম হক সম্প্রতি বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার জন্য ফরিদপুর পাসপোর্ট অফিসে আবেদন করেন। সেই আবেদনের ২৫ নম্বর কলামে দ্বৈত নাগরিকত্বের ঘরে তিনি টিক মার্ক দিয়েছেন। ২৭ নম্বর কলামে তার বর্তমান নেদারল্যান্ডসের পাসপোর্ট নাম্বার BY60F0J74 উল্ল্যেখ করা আছে।
এই আইনজীবী আরো জানান, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তথ্য উপাত্তসহ লিখিত অভিযোগ করলেও ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম হকের মনোনয়নপত্র বাতিল না করে, বৈধ ঘোষণা করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বরিশাল ৪ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা।