১৪৪ রানেই শেষ টাইগারদের দ্বিতীয় ইনিংস
ঢাকা টেস্টে শুরুর দিন থেকেই ছিল স্পিনারদের দাপট। চতুর্থ দিনে এসে সেটা আরও বেশি স্পষ্ট হয়েছে। বাংলাদেশের ব্যাটারদের উপর রীতিমত ছড়ি ঘুরিয়েছেন দুই কিউই স্পিনার এজাজ প্যাটেল এবং মিচেল স্যান্টনার। বাংলাদেশি ব্যাটারদের ক্রমাগত ভুল, তিনে মিলে দ্বিতীয় ইনিংসে বলতে গেলে ভরাডুবিই হয়েছে বাংলাদেশের।
লিড বাড়িয়ে নেয়ার লক্ষ্য নেওয়ার লক্ষ্য নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। দিনের শুরুতেই মাত্র ১০ রানে ফেরেন মুমিনুল হক।
এরপর সাবেক অধিনায়কের দেখানো পথেই হেঁটেছেন মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও নাঈম হাসান।
সব কয়টি উইকেট উইকেট খুইয়ে টাইগাররা করছে মাত্র ১৪৪ রান। বাংলাদেশ লিড পেয়েছে ১৩৬ রানের।
প্রথম দিনে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭২ রানে অল-আউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের ঘূর্ণিতে ৫ উইকেট ৫৫ রান নিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে সফরকারীরা।