পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে নামলো প্রশাসন

চট্রগ্রামে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ও চট্রগ্রাম জেলা প্রশাসন।
শনিবার (৯ডিসেম্বর) দুপুরে পাহাড়তলি এলাকায় এ অভিযান পরিচালনা করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবসার।
এছাড়া দেশের অন্যতম বড় পাইকারী বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের মজুদ ও মূল্য পর্যবেক্ষণের জন্য অভিযান পরিচালনা করছে চট্রগ্রাম জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলছে বলে জানিয়েছেন আর এক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।
উল্লেখ্য, গেলো ৮ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপরেই লাফ দিয়ে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম।