ইসিতে রেকর্ড সংখ্যক আপিল, শুনানি শুরু আজ
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বৈধ মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন রেকর্ড সংখ্যক ৫৬১ জন প্রার্থী। এবারের আপিলের মধ্যে কমপক্ষে ৩০টিরও বেশি আবেদন হয়েছে বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে।
রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু এই আপিলের শুনানি শুরু হয়ে তা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই শুনানির মাধ্যমে সিদ্ধান্ত দেবে ইসি।
জানা গেছে, সকাল ১০টা থেকে আবেদনের ক্রমিক অনুযায়ী শুনানি শুরু করবে সিইসিসহ চার কমিশনার। প্রতিদিন ১০০টি আপিল শুনানির লক্ষ্য নির্ধারণ করেছে ইসি।
শুনানির পর চূড়ান্ত ফলাফল ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন তারা বাদেও বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চাওয়া সম্পর্কিত আবেদন জমা পড়েছে ৩২টি। বাকি ৫৩০টি আপিলে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন সংশ্লিষ্টরা।