চলছে ২য় দিনের আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন ৬ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ওপর শুনানি চলছে। দিনের শুরুতেই ১৮ জনের শুনানিতে ছয়জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি ১২ জনের মধ্যে কারও কারও প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কারও কারও আপিলের আদেশ পেন্ডিং রেখেছে কমিশন।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এদিন সকালে ১৮ জন প্রার্থীর শুনানি হলে ছয়জনের আবেদন মঞ্জুর করে কমিশন। তারা হলেন, চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ময়মনসিংহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, রংপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সুমনা আক্তার, ঢাকা-৫ আসনে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. নুরুল আমিন ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের নূরে আলম সিদ্দিক।
এদিকে, ঠাকুরগাঁও-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোছা. তাহমিনা আক্তার মোল্লা। বাছাইয়ে বাদ পড়ার পর আপিল শুনানিতেও তার প্রার্থিতা বাতিল করেছে ইসি।
ঠাকুরগাঁও-১ আসনে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আসনটির বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন।