জম্মু-কাশ্মীর নিয়ে যে আদেশ দিলেন ভারতীয় সুপ্রিম কোর্ট
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংবলিত ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল এবং রাজ্যটিকে দ্বিখণ্ডিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চ। সোমবার (১১ ডিসেম্বর) এ আদেশ জারি করা হয়।
ভারতীয় গণমাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিলে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বহাল রেখে সর্বোচ্চ আদালত বলেছে, আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাশ্মীর বিধানসভা নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেয়া উচিত।
আদেশে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তও বহাল রাখে ভারতের সুপ্রিম কোর্ট।
রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, তৎকালীন জম্মু-কাশ্মীর রাজ্যে যুদ্ধাবস্থার কারণে অন্তর্বর্তী একটি ব্যবস্থা ছিল ২০১৯ সালের ৫ আগস্ট বাতিল হওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ।
প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও রায় ঘোষণাকারী সংবিধান বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সঞ্জয় কিশান কৌল, সঞ্জীব খান্না, বিআর গ্যাভাই ও সুরিয়া কান্ত।
এর আগে ১৬ দিন ধরে যুক্তিতর্ক শেষে গত ৫ সেপ্টেম্বর রায়ের দিন ১১ ডিসেম্বর ঠিক করে ভারতের সুপ্রিম কোর্ট।