আর্কাইভ থেকে জাতীয়

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। দ্বিতীয় দিনের শুনানিতে বাদ পড়েছেন ৪১ জন।

সোমবার (১১ ডিসেম্বর) ইসিতে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে এ শুনানি।

৫১ জন এর মধ্যে প্রার্থিতা ফিরে পাওয়ার তালিকায় আছেন চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি। রাজশাহী ১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।

প্রসঙ্গত, গেলো ১০ ডিসেম্বর থেকে ইসিতে চলা আপিল শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ইসিতে কোন প্রার্থী সন্তুষ্ট না হলে উচ্চাদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন