নির্বাচনী মুলা খেতে খুদ- কুঁড়ো পার্টিরা এক ছাতার নিচে : রিজভী
যতসব খুদ–কুঁড়ো পার্টি এবং স্বতন্ত্র, নির্বাচনের মুলা খেতে সব এক ছাতার নিচের বাসিন্দা হতে গেছে। আসন ভাগাভাগি নিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা আওয়ামী লীগের। সব শরিক চায় নৌকা। মুখে বলছে অংশগ্রহণমূলক নির্বাচন;কিন্তু সবই তো নৌকা প্রতীকের। বললেন, বিএনপি এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১১ ডিসেম্বর) এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের প্রতিপক্ষদের জীবন রাস্ট্রীয় নজরদারি ও বন্দুকের নলের নিচে বন্দী। মিথ্যা মামলায় সুস্থ–সবল নেতা–কর্মীদের নির্যাতন করে কারাগারে নিয়ে লাশ বানিয়ে বের করছে। ঘরে–বাইরে কোথাও নিরাপত্তা নেই।
বিরোধীদের বিরুদ্ধে চলমান ক্র্যাকডাউনের মধ্যে চলতি ডিসেম্বরে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে দাবি করে তিনি আরও বলেন, নিহতদের বেশিরভাগই বিএনপি কর্মী। বাংলাদেশে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে কারাগারে বন্দী বিএনপি নেতা–কর্মীদের বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গেল ২৯ অক্টোবর থেকে সরকার পতনের এক দফা দাবিতে হরতাল-অবরোধ দিয়ে আসছে বিএনপি।