সিসিইউ থেকে কেবিনে পাঠানো হলো খালেদা জিয়াকে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এর আগে শ্বাসকষ্ট জনিত কারণে সন্ধ্যা ৬ টায় তাকে সিসিইউতে নেয়া হয়।
সোমবার (১১ ডিসেম্বর) রাত ৮ টায় খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তরের বিষয় নিশ্চিত করেছেন এভার কেয়ার হাসপাতাল সূত্র।
প্রসঙ্গত, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনের বিষয়ে শিগগিরই মতামত দেওয়া হবে বলে গেলো ১০ ডিসেম্বর জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।