নেইমার ও রোনালদোর ক্লাবের বিপক্ষে খেলবে মেসির মায়ামি
লা লিগায় একটা সময় নিয়মিত দেখা যেতো ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির লড়াই। তবে বর্তমান সময়ের সেরা এই দুই ফুটবল তারকা ছেড়েছেন ইউরোপ। রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবে, আর মেসি চলে গেছেন যুক্তরাষ্ট্রে।
ফুটবল বিশ্বের দুই প্রান্তে চলে যাওয়া এই দুই মহাতারকার আবার দেখা হবে ফুটবল মাঠে। মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে এমন খবর জানিয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে খেলবে মেসির ক্লাব মায়ামি।
এর আগে ২৯ জানুয়ারি মায়ামি খেলবে নেইমারের ক্লাব আল হিলালের বিপক্ষে। যদিও চোটের কারণে দলের বাইরে থাকা নেইমারকে এই ম্যাচে পাওয়ার কোন সম্ভবনা নেই।
দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়। মায়ামির ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফর হবে এটি।