আর্কাইভ থেকে দেশজুড়ে

আজ নীলফামারী হানাদার মুক্ত দিবস

আজ ১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের আজকের দিনে নীলফামারী হানাদার মুক্ত হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতের কোন এক সময় নীলফামারী কলেজ, ছাত্রাবাস আর টেকনিক্যাল কলেজের ক্যাম্প থেকে পাক বাহিনী পালিয়ে আশ্রয় নেয় সৈয়দপুর সেনানিবাসে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে এক দিক থেকে মুক্তিবাহিনী আর অপর দিক থেকে মিত্রবাহিনী নীলফামারী শহরে এসে ক্যাম্প থেকে উদ্ধার করে তাদের ফেলে যাওয়া কিছু অস্ত্র। উদ্ধার করা হয় দুইটি মেয়েকে।

হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মমতদাজুল হক, পুলিশ সুপার গোলাম সবুর, মুক্তিযোদ্ধা আমিনুল হক।

 

এ সম্পর্কিত আরও পড়ুন