আর্কাইভ থেকে জাতীয়

বিকল্পধারার মহাসচিব মান্নানের মনোনয়নপত্র বাতিল

আসছে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিকল্পধারা বাংলাদেশের মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের মনোনয়নপত্র আপিলেও বাতিল করা হয়েছে।

বুধবার(১৩ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো শুরু হওয়া নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে তার প্রার্থিতা বাতিল করা হয়। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী, লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মনোনীত প্রার্থী মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। তিনি ৩ কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন মান্নান। বুধবার ইসির আপিল শুনানিতেও তার প্রার্থিতা বাতিল হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন