আর্কাইভ থেকে খেলাধুলা

অপরাজিত থেকে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

গ্রুপ পর্বে অপরাজিত থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ২০০ রানের জবাবে ৬ উইকেটে জিতেছে যুব টাইগাররা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

রান তাড়া করতে নেমে এক রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার জিশান আলম। জিশান বিদায় নিলেও আরেক ওপেনার আশিকুর রহমান শিবলির দৃঢ়তায় মো. রিজওয়ানের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে তুলেন তিনি।

রিজওয়ান ৩২ রান করে বিদায় নেন ভিশ্ব লাহিরুর ওভারে। এরপর আরিফুল ইসলামের সঙ্গে ৫৭ ও আহরার আমিনের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন শিবলি। নিজে তুলে নেন সেঞ্চুরিও। ১১৯ বল খেলে সেঞ্চুরির দেখা পান এই ওপেনার । সেঞ্চুরি করে, ১১৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন শিবলি।

প্রসংগত, গ্রুপ পর্বের আগের দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬২ রানে এবং জাপানকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

এ সম্পর্কিত আরও পড়ুন