আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ১৮৬০৮

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল দুই মাসেরও বেশি সময় ধরে আক্রমণ চালিয়ে এখন পর্যন্ত ১৮ হাজার ৬০৮ জনের মৃত্যু হয়েছে। চলমান হামলায় আরও ৫০ হাজার ৫৯৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। এতে বলা হয়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল এবং সেটা তারা করে চলেছে।

তবে ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০০ এর বেশিতে। এর অধিকাংশই দেশটির সামরিক সদস্য ও কর্মকর্তা।

ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, কোন ধরনের আন্তর্জাতিক চাপ হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে ইসরায়েলকে থামাতে পারবে না। নেতানিয়াহু বলেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল।

এ সম্পর্কিত আরও পড়ুন