আর্কাইভ থেকে ফুটবল

যতো টাকায় বিক্রি হলো মেসির ৬টি জার্সি

২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির গায়ে জড়ানো ৬টি জার্সি নিলামে বিক্রি হয়েছে। নিলামে জার্সিগুলোর দাম উঠেছে ৭৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৫ কোটি ৩৭ লাখ টাকা।

আর্জেন্টাইন অধিনায়কের ৬টি জার্সির মধ্যে একটি জার্সি ছিলো ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচের। যেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পেদের টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা জিতেছিলো কাতার বিশ্বকাপ। বাকি জার্সিগুলো গ্রুপপর্ব, দ্বিতীয় রাউন্ড, কোয়াটার ফাইনাল এবং সেমিফাইনেলের।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিউ ইয়র্কের সোথবি’স নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। তিন দফায় দাম বেড়ে পরে ৭৮ লাখ মার্কিন ডলারে সেগুলোর বিক্রি চূড়ান্ত হয়।

ধারণা করা হয়েছিল, মেসির জার্সিগুলো ক্রীড়া সংশ্লিষ্ট নিলামের সব রেকর্ড ভেঙে দিবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। খেলাধুলার নিলামের ইতিহাসে সবচেয়ে বড় নিলামটি হলো ১৯৯৮ সালে এনবিএ ফাইনাল ম্যাচে গায়ে দেওয়া বাস্কেট বল তারকা মাইকেল জর্ডানের জার্সি।

যা ২০২২ সালে এসে নিলামে বিক্রি হয়েছিলো ১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের। একই বছর আরেক আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার জার্সি বিক্রি হয়েছিল ৯২ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে।

এর আগে চলতি বছরের নভেম্বরে বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে তোলার ঘোষণা দেন মেসি। তার বিক্রিত জার্সির অর্থের কিছু অংশ স্পেনের বার্সেলোনার একটি হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য প্রদান করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন