আর্কাইভ থেকে বাংলাদেশ

বসে দাঁড়িয়ে অপেক্ষা ট্রেনের টিকিটের

কখনো দাঁড়িয়ে কখনো বসে হাজার হাজার মানুষ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট পেতে অপেক্ষা করছেন।

আজ রোববার (২৪ এপ্রিল) সকালে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ভোর থেকেই কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন টিকিটপ্রত্যাশীরা। আবার অনেকে দাঁড়িয়ে আছেন রাত থেকেই।

এর আগে গেলো শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তখন কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর এদিন কারো ভাগ্যে টিকিট জোটে। আবার যারা টিকিট পাননি তারা আজ রোববার (২৪ এপ্রিল) এসে লাইনে দাঁড়িয়েছেন।

শনিবার দেয়া হয় ২৭ এপ্রিলের টিকিট, আর ২৮ এপ্রিলের টিকিট দেয়া হবে ২৪ এপ্রিল। এছাড়া ২৫ এপ্রিল দেয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ১ মে’র টিকিট দেয়া হবে ২৭ এপ্রিল। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মে’র ট্রেনের টিকিট। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে।

এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন