আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দিলো আরব আমিরাত। আর এর মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিলো দলটি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক আয়ান আফজাল খানের ৫৫ রান ও আরয়ান্স শর্মার ৪৬ রানে ভর করে ১৯৩ রানে থাকে তাদের ইনিংস।

জবাবে আরব আমিরাতের বোলারদের তোপে পড়ে পাকিস্তান সব উইকেট হারিয়ে ১৮২ রান করতে সক্ষম হয়। অধিনায়ক সাদ বেগ সর্বোচ্চ ৫০ রান করেন। আজান আওয়াইস দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন।

ফাইনালে দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশের যুবাদের। টাইগাররা দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন