আর্কাইভ থেকে বাংলাদেশ

পুষ্পা,আরআরআর কিংবা কেজিএফ২’কে সিনেমা বলতে নারাজ নওয়াজউদ্দিন

ঠিক যে সময় বলিউডের হল গুলোও  দক্ষিণী সিনেমার দখলে। সেখানেই বলিউডের গুণী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি বলে উঠলেন, ‘এসব সিনেমা দেখে সবাই অবাক হচ্ছে। প্লেন পানিতে চলছে, মাছ আকাশে উড়ছে। তা ছাড়া এগুলো হলো ভিজুয়াল এক্সপেরিয়েন্স, আমারও দেখতে ভালো লাগে। কিন্তু এখানে সিনেমা কই। ভাগ্য ভালো, ওটিটির কারণে আমরা এখনো কোডা, কিং রিচার্ড-এর মতো কিছু ভালো সিনেমা দেখতে পারছি।’

যেখানে করোনা মহামারির পর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে যেখানে দক্ষিণের সিনেমাগুলো এক হাজার কোটি টাকার ক্লাবে প্রবেশ করছে, সেখানে বলিউডের একমাত্র সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ আয় করেছ ২৫০ কোটি।  

সম্প্রতি ভারতীয় সিনেমায় ঝড় তুলেছে ‘পুষ্পা’, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ ইত্যাদি সিনেমাগুলো। দর্শকপ্রিয়তার জেরে বক্স অফিসে বিপুল আয় করছে। কিন্তু এসব সিনেমায় অবাস্তব বিষয় তুলে ধরা হয় বলে মনে করেন বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এমনকি এগুলোকে প্রকৃত অর্থে সিনেমা বলতেও নারাজ এই তারকা।

এর ফলে বলিউড অনেকটা কোণঠাসা হয়ে পড়ছে। অনেকদিন ধরেই বলিউডের সিনেমা আহামরি ব্যবসা করতে পারছে না। অন্যদিকে তেলেগু, তামিল কিংবা কন্নড় সিনেমা কামিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, ‘করোনার লকডাউনের সময় মানুষ পুরো বিশ্বের সিনেমা দেখেছে। ভেবেছিলাম তাদের স্বাদ বদলেছে। কিন্তু এখন যে ধরনের সিনেমা বানানো হচ্ছে তাতে মনে হচ্ছে তেল আনতে দক্ষতা ফুরিয়েছে। অতিমাত্রায় বিনোদন দিলেই সিনেমা হিট!’

কেউ কেউ তার বক্তব্যে সমর্থন দিচ্ছেন আবার অনেকেই অভিনেতার এমন দাবি মেনে নিতে পারছেন না।

 

এসআই /

এ সম্পর্কিত আরও পড়ুন