আর্কাইভ থেকে ক্রিকেট

শিবলীর সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের সেমিফাইনালে আরব আমিরাতের বিপক্ষে শিবলীর সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮২ রান সংগ্রহ করে  টাইগার যুবারা।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ব্যাট করতে নেমে শুরুতেই ৭ রানে বিদায় নেন জিসান আলম।  এরপর শিবলি-রিজওয়ানের ব্যাটে ভর করে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ।

৩১ ওভারে রিজওয়ান আউট হয়ে গেলে ভাঙে ১২৫ রানের জুটি। আউটের আগে ৪ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৭১ বলে ৬০ রান করেন তিনি।  এরপর রিজওয়ান আউট হলেও ১২৯ বলে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটাও পেয়ে যান শিবলি।  শিবলির সঙ্গে ক্রিজ ভাগাভাগি করে ৩৯ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করেন আরিফুল।  তবে ফিফটি ছুঁয়ে পরের ওভারেই সাজঘরে ফেরেন তিনি।

শেষের দিকে এসে অধিনায়ক মাহফুজুর রাব্বির ২১ রান ব্যতীত কোন ব্যাটার আর তেমন রান করতে পারেনি।  ইনিংসের এক বল বাকি থাকতে ইনিংসের নায়ক শিবলি ফেরেন ব্যক্তিগত ১২৯ রানে।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে যুবা টাইগারদের স্কোরবোর্ডে উঠে ২৮২ রান।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন