হৃদয়-জয়ের ব্যাটে এক ম্যাচ আগে সিরিজ বাংলাদেশের
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ড উলভসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল।।
সুমন খানের দুর্দান্ত বোলিংয়ের পর তৌহিদ চও মাহমুদুল হাসান জয়ের
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। সুমন খানের দুর্দান্ত বোলিংয়ে ১৮২ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে হৃদয়-জয়ের অপরাজিত জুটিতে ৪১.৩ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ ইমার্জিং দল।
টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ইমার্জিং দল। দলীয় ১৪ রানে উদ্বোধনী ব্যাটসম্যান স্টেফেন ডহেনি ১৭ বলে ১১ রান করে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আকবর আলির তালুবন্দী হয়ে ফিরেন। এরপর ১১তম ওভারে জোড়া আঘাত হানেন সুমন খান। জেরেমি ললোর ও টেক্টর এবার বিদায় নেন। এর এক ওভার পর আবারও আঘাত হানেন সুমন। এবার তার শিকার কার্টিস ক্যাম্ফার। ফলে ৫৪ রানের মধ্যেই ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড উলভস।
এরপর মার্ক অ্যাডেইর ও টাকার মিডল অর্ডারে জুটির চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে দেননি বিদয়। ব্যক্তিগত ৪০ রানে অ্যাডেইরকে ফেরান তিনি। পরের ওভারে টাকারকেও ফেরান রাকিবুল।
এরপর মুগ্ধ আঘাত হানলে ১১২ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আইরিশরা। শেষ পর্যন্ত লোয়ার অর্ডারে প্রিটোরিয়ার-হিউম কিছুটা প্রতিরোধ করলেও ১৮২ রানেই থামতে হয় সফরকারীদের।
বাংলাদেশের হয়ে সুমন খান সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়াও মুকিদুল ইসলাম, সাইফ হাসান, রকিবুল হাসান নিয়েছেন ২ টি করে উইকেট; উইকেটের পেছনে ৫ টি ক্যাচ নিয়েছেন আকবর আলী।
জবাবে দিতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। অধিনায়ক সাইফ হাসান এদিন ওপেনিংয়ে নামেননি। তানজিদ হাসান তামিমের সাথে ইনিংস উদ্বোধন করতে নামেন মাহমুদুল হাসান জয়। দলীয় ৮ রানেই তামিম পিটার চেজের বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর ইয়াসির আলীও ২ রান করে বিদায় নিলে ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১০ রান।
শুরুর ধাক্কা সামাল দিয়ে হৃদয়কে নিয়ে দারুণ জুটি গড়েন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। দুজনে তৃতীয় উইকেটে ১৭৬ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন। মাহমুদুল হাসান জয় ১৩৫ বলে ৮ চারে ৮০ ও তোউহিদ হৃদয় ৯৭ বলে ৯ চারে ৮৮ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ড উলভসের হয়ে দুটি উইকেটই নিয়েছেন পিটার চেজ।
এস