আর্কাইভ থেকে আইন-বিচার

‘দুই নৌকায় পা দিয়ে নির্বাচন হয় না,’ আ.লীগ প্রার্থী শামীমকে হাইকোর্ট

আওয়ামী লীগের মনোনীত ফরিদপুর-৩ আসনের শামীম হকের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থিতা ফিরে পেতে শামীম হকের রিট খারিজ করে দিয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ইকবাল কবীর ও মনিরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ দ্বৈত নাগরিকত্ব থাকায় এ আদেশ দেন।

এ সময় শামীম হককে হাইকোর্ট বলেন, দুই নৌকায় পা দিয়ে নির্বাচন হয় না।

এই কথার প্রেক্ষিতে শামীম হক বলেন, মাই লর্ড আমি দুই নৌকা ত্যাগ করে এখন এক নৌকাতেই পা দিয়েছি।

ওই সময় হাইকোর্ট বলেন, এভাবে নির্বাচন হবে না।

এর আগে ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এ প্রার্থী শামীম হকের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে এ রায় দেয় নির্বাচন কমিশন। তখন শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত ছিলেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক।

শামীম হক তার হলনামায় এ তথ্য গোপন করায় মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

এ সম্পর্কিত আরও পড়ুন