প্রথম রাত কেমন কাটলো খোলসা করলেন দর্শনা
রাজকীয় ভাবে প্রেমিকা দর্শনা বণিককে বিয়ে করেছেন অভিনেতা সৌরভ দাস। ভিন্টেজ গাড়িতে করে শ্বশুরবাড়ি গেছেন দর্শনা। নায়ক-নায়িকার বিয়ে নিয়ে দর্শক মহলেও উত্তেজনা ছিলো তুঙ্গে। শনিবার রাতে নতুন বাড়িতে পা রেখেছেন তিনি। সে হিসেবে রোববার বৌভাত। এদিন সকালেও বেশ কিছু আচার-অনুষ্ঠান থাকে।
এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেন নায়িকা। অভিনেত্রী বলেন, “আমি যে নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে এসেছি, এখনও বিষয়টা মাথায় ঢোকেনি। আসলে নানা ধরনের আচার-অনুষ্ঠানের মধ্যেই তো কেটে যাচ্ছে এই ক’টা দিন। তাই এখনও বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে। ধীরে ধীরে অনুভব করতে পারব যে শ্বশুরবাড়িতে এসেছি। তবে বেশ মজা হচ্ছে। ভাত-কাপড়ের অনুষ্ঠান হল। রাতে ছোট করে একটা বৌভাতের আয়োজনও করা হয়েছে এখানে।”
উল্লেখ্য, সকলের চোখের আড়ালেই নিজেদের প্রেমটা চালিয়ে গেছেন তারা। প্রকাশ্যে কাউকে কিছু বলেননি। তবে দর্শনা এবং সৌরভের বিয়েতে চুটিয়ে মজা করতে দেখা গেছে নীল ভট্টাচার্য, তৃণা সাহা, ঊষসী রায়দের। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।