কৃষিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত : ওবায়দুল কাদের
বিএনপিকে ভোটে আনতে তাদের আটককৃত সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাব দিয়েছিল সরকার।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যকে তার নিজের বক্তব্য বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৮ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। আওয়ামী লীগ দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দিবে এটা কখনো সঠিক হতে পারে না। এ ধরনের প্রস্তাব সরকার এবং দল দেয়নি।
নির্বাচন ইস্যুতে ৪০ বুদ্ধিজীবীর দেয়া বিবৃতির সমালোচনা করে তিনি আরও বলেন, আগুন সন্ত্রাস বন্ধের আহ্বান না জানিয়ে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তারা বিএনপির দালাল। এসব বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।
সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এর আন্দোলনকে মানুষ এখন আর বিশ্বাস করে না। আগামী ২৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী দলীয় ইশতেহার ঘোষণা করবেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত ২৭টি দল অংশ নিচ্ছে, প্রার্থী সংখ্যা ১৮৮৬ জন।