কাতার বিশ্বকাপ বাছাইপর্বের বাংলাদেশের বাকি তিন ম্যাচের সূচি
কাতার বিশ্বকাপের বাছাই পর্বের এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে চলতি বছরের ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত।
ওমান ও ভারতের বিপক্ষে ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে হবে তা আগে থেকেই নিশ্চিত ছিল। কিন্তু আফগানিস্তানের সাথে ম্যাচ নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। বাংলাদেশ নিজেদের মাটিতে খেলতে চাইলেও আফগানরা করোনা ও ভ্রমণ ক্লান্তির দোহাই দিয়ে বাংলাদেশে আসতে রাজি হয়নি। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনেক চেস্টা করেও আফগানদের রাজি করাতে না পারায় এই ম্যাচও আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতেই।
আজ (শুক্রবার) এএফসি নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে আগামী ৩১ মে থেকে ১৫ জুনের মধ্যে এই ম্যাচগুলো সম্পন্ন করা হবে। সেই সঙ্গে তারা ম্যাচগুলোর সূচিও প্রকাশ করে।
প্রথম ম্যাচে ৩ জুন বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে আফগানিস্তান এরপর আগের সূচি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের ম্যাচ আয়োজিত হবে ৭ জুন এবং ১৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ হবে ওমান।
এস