আর্কাইভ থেকে রাজনীতি

জাপার মত অনুকম্পা নিয়ে নির্বাচন করছি না : তৈমুর আলম খন্দকার

জাতীয় পার্টি অনেক রঙ-ঢংয়ের পর সরকারি দলের অনুকম্পা নিয়ে নির্বাচন করছে।  ১৪ দল আগে থেকেই সরকারি দলের শরিক। বর্তমানে তৃণমূল বিএনপি ১৪২ জন প্রার্থী নিয়ে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাংলাদেশে একমাত্র বিরোধী দল হলো তৃণমূল বিএনপি। বললেন বিএনপি থেকে বহিষ্কৃত ,তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

সোমবার (১৮ ডিসেম্বর)  সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ যদি মনে করে একটি প্রাণবন্ত পার্লামেন্ট গঠন করতে একটি শক্তিশালী বিরোধী দল দরকার, তবে জনগণ অবশ্যই তৃণমূল বিএনপিকে ভোট দেবে। কারণ দেশে একমাত্র বিরোধী দল তৃণমূল বিএনপি, যা এখন প্রমাণিত হয়েছে।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ যেন ভোট দিতে যায়। কোন ব্যত্যয় ঘটলে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় দিন। এসব ভিডিও প্রধানমন্ত্রী থেকে শুরু করে সারা বিশ্বের কাছে পৌছাবে। রূপগঞ্জে সহস্র লোকের কর্মসংস্থান করে  ২৬ মাস জেল খাটার কথাও উল্ল্যেখ করেন তিনি।

উল্লেখ্য, দলীয় প্রার্থী হিসেবে  তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আঁশ পেয়েছেন তৈমুর আলম খন্দকার।

এ সম্পর্কিত আরও পড়ুন