আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ভারতে সংসদ থেকে আরও ৭৮ সাংসদ বহিষ্কার

নজিরবিহীন ঘটনা ঘটল  ভারতের সংসদে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে সংসদ থেকে একদিনে বিরোধী দলগুলোর ৭৮ সাংসদকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (১৮ ডিসেম্বর) অধিবেশন চলাকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেয়ার সময় হট্টোগোল করার অভিযোগে বিরোধীদলের ৭৮ সংসদ সদস্যকে বহিষ্কার করেন স্পিকার ওম বিড়লা।

আজ লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখার সময় তীব্র প্রতিবাদ ও হট্টোগোল করেন বিরোধী দলগুলের সদস্যরা। যা পার্লামেন্টের শিষ্টাচার বর্হিভূত ঘটনা বলে আখ্যা দেন স্পিকার। পরে তিনি তালিকা ধরে উল্লেখিত সংসদ সদস্যদের বহিষ্কার করেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল আর লোকসভার বিরোধী দল কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দলের সংসদ সদস্যরা আছেন।

প্রসঙ্গত, গেলো শুক্রবার পার্লামেন্টে নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে লোকসভায় প্রতিবাদ জানান বেশ কয়েকজন সংসদ সদস্য। ওই দিন একসঙ্গে ১৪ জনকে বহিষ্কার করেন স্পিকার। চলমান শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারবেন না বহিষ্কৃত সংসদ সদস্যরা।

এ সম্পর্কিত আরও পড়ুন