আর্কাইভ থেকে বিএনপি

বিএনপিসহ সমমনাদের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা হরতাল চলছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর থেকে সারাদেশে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করছে তারা। এর আগেও কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি পালিত হচ্ছে।

এদিকে হরতাল সমর্থকরা রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে। এতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। ভোর ৫টার দিকে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকার রাস্তায় হরতালের প্রভাব তেমন একটা চোখে পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় যানবাহন কিছুটা কম রয়েছে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, কুয়েতের প্রয়াত আমীরের স্মৃতির প্রতি সম্মান জানাতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার পালন করছে বিএনপিসহ সমমনা দলগুলো।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংর্ঘষের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে তারা।

এটি চতুর্থ দফা হরতাল কর্মসূচি। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় চার দিন হরতাল এবং দফায় দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন