আর্কাইভ থেকে দেশজুড়ে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামুলক হবে: হাবিবুল আওয়াল

আগামী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন  প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী ছয়টি আসনের প্রার্থীদের  সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন,নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেয়া হচ্ছে। পাশাপাশি  প্রার্থীদের  পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা  চাওয়া হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার রাসেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির,রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ ।

এদিকে সার্কিট হাউসের মতবিনিময় শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসনের সাথে বৈঠকের করেন প্রধান নির্বাচন কমিশনার।

 

এ সম্পর্কিত আরও পড়ুন