আর্কাইভ থেকে ক্রিকেট

ফারজানার সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি।  সেই সাথে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দাঁড়িয়েছে ২২২ রান।

বুধবার পচেফস্ট্রুমে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্ট। শুরতে ব্যাট করতে নেমে দুই টাইগ্রেস ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি ধীর গতিতে শুরু করেন। দলীয় ৪৮ রানে ব্যক্তিগত ২৮ রান করে দিরে যান শামীমা।

বুধবার পচেফস্ট্রুমে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্ট। শুরতে ব্যাট করতে নেমে দুই টাইগ্রেস ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি ধীর গতিতে শুরু করেন। দলীয় ৪৮ রানে ব্যক্তিগত ২৮ রান করে দিরে যান শামীমা।

এরপর ক্রিজে এসে ৮ রানে ফিরে যান মোরশেদা খাতুন। তার বিদায়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে এগিয়ে যেতে থাকেন পিংকি।  তবে দলীয় ১২১ রানের মাথায় ফিরে যান নিগারও।

তবে শেষদিকে ফাহিমা খাতুনকে নিয়ে শেষ ওভার পর্যন্ত চলে যান পিংকি। তবে ৪৯ তম ওভারের দ্বিতীয় বলে ইনিংসের মূল ভিত গড়ে দেওয়া পিংকি ১৬৭ বলে ১০২ রান করেন। আর ৪৬ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত থাকেন ফাহিমা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন