নির্বাচনে অংশ নিবেন নওয়াজ শরিফ
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচনে অংশ নিবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডনে দীর্ঘ চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে গেলো অক্টোবর মাসে পাকিস্তানে ফিরেছেন।
গেলো বুধবার (২০ ডিসেম্বর) দেশটির খাইবার-পাখতুনখাওয়ার মানসেহরা অঞ্চল থেকে নির্বাচনে অংশগ্রহণ করবার খবর নিশ্চিত করেছেন তার জামাতা ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ সফদার।
তিনি বলেন, খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে আমির মুকামকে মুখ্যমন্ত্রীর পদের জন্য পিএমএল-এন বেছে নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে তিনি মনোনয়নপত্র নিয়েছেন এবং বৃহস্পতিবার জমা দেবেন। নওয়াজ শরিফের কন্যা, মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে দলের প্রার্থী হচ্ছেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে জানান তিনি।
সফদার আরও বলেন, এর আগে এনএ-১৫ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কারণ তিনি সিনেটর হতে চান।
উল্লেখ্য, ২০১৮ সালে পাকিস্তানের বহুল আলোচিত আল-আজিজিয়া মিলস ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত। এ মামলায় লাহোরের কোট লাখপাত কারাগারে সাত বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি।