আর্কাইভ থেকে আওয়ামী লীগ

নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

শনিবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনার বরাবর তিনি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, আতাউর রহমান ভূঁইয়ার কর্তৃক আচরণবিধি লঙ্ঘন ও নৌকা মার্কার প্রার্থীর সমর্থকদের ধাড়ালো কাঁচি দিয়ে জখম করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্বতন্ত্র এই প্রার্থী নির্বাচনী প্রচারে নোয়াখালীর সেনবাগের ছমিরমুন্সিরহাট বাজারে মার্কাসহ রঙ্গিন ফেস্টুন ব্যবহার করেন। এছাড়াও আতাউর রহমান ভূঁইয়ার প্রত্যক্ষ নির্দেশে তার নিজস্ব ক্যাডারবাহিনী গেলো ২১ ডিসেম্বর ৪ নং কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামের নৌকামার্কা সমর্থককে ধারালো কাঁচি দিয়ে জখম করে।

এ সম্পর্কিত আরও পড়ুন