আর্কাইভ থেকে বাংলাদেশ

পাটুরিয়া ফেরি ঘাটে মধ্যরাত থেকে সিরিয়ালে ৩ শতাধিক যান

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় মধ্যরাত থেকে আটকা পরেছে তিন শতাধিক (দূরপাল্লার বাস ও ছোট গাড়ি) যাত্রীবাহী যানবাহন। রাতভর এসব যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

দূরপাল্লার বাস ও প্রাইভেটকার-মাইক্রোবাসের যাত্রীদের ফেরি পার হতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে ফেরিতে উঠছে। নৌপথে অপরাধ নিয়ন্ত্রণ ও লঞ্চে অতিরিক্ত যাত্রী ঠেকাতে কাজ করছে নৌ পুলিশ।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালিদ নেওয়াজ গণমাধ্যমকে জানান, গেলো ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাট হয়ে সাড়ে আটশ বাস, চার হাজার ২৬টি ছোট গাড়ি, তিন হাজার ২০টি মোটরসাইকেল এবং ৪০২টি ট্রাক পার হয়েছে। এসময়ে দুই ঘাট মিলিয়ে সর্বমোট সাড়ে ১২ হাজার যানবাহন পারাপার হয়েছে।

তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন